জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

 ছবি:
ছবি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

ড. ইউনূস বলেন, এই স্বীকৃতি তাঁকে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। তিনি উল্লেখ করেন, গত বছর বাংলাদেশের বহু তরুণ সাহসিকতার সঙ্গে স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থান দেশের নতুন জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আশার ভিত্তি গড়ে দিয়েছে। নতুন বাংলাদেশ গঠনে সরকার ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।

অর্থনীতিতে বড় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা-প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এর মূল দিক।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, আগামী প্রজন্মের নির্মাতা হিসেবে বড় স্বপ্ন দেখা, সাহসী চিন্তা করা এবং অন্যদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত সাফল্য। তিনি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ওপর জোর দিয়ে বলেন, সম্পদ ন্যায্যভাবে ভাগ না হলে বৈষম্য ও অবিচার বাড়ে।

নিজের কর্মজীবনের প্রসঙ্গে তিনি জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক ব্যবসার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে মানুষ প্রতিভার অভাবে নয়, সুযোগের অভাবে দরিদ্র থাকে।

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্প, হালাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও উদ্যোক্তা উন্নয়নকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আব্দ কাদির এবং ইউকেএম-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুফিয়ান জুসোহসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত