বাংলাদেশের কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান এবার খেলবেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস, যা আইপিএলের দিল্লি ক্যাপিটালসের সহপ্রতিষ্ঠান।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে অন্তর্ভুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তিনি ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে খেলবেন এবারের আসরে।
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। তখন মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। এবার একইভাবে আইএল টি-টোয়েন্টিতেও আসছেন বদলি খেলোয়াড় হিসেবে।
আইএল টি-টোয়েন্টির নিলাম হবে আগামী ৩০ সেপ্টেম্বর, আর টুর্নামেন্ট মাঠে গড়াবে ২ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।
দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এটি মোস্তাফিজের চতুর্থ অংশগ্রহণ। এর আগে তিনি খেলেছেন লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে