শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেবো না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

শেখ হাসিনাকে ভবিষ্যতে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর শাহবাগে ছাত্রদলের আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে এখনও বহু সমস্যা বিরাজ করছে। এসব সমাধানে বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছে। অথচ শেখ হাসিনা নানা সময় হামলার হুমকি দিয়ে চলেছেন। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি—শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।’

চব্বিশ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের অবদান স্মরণ করে ফখরুল বলেন, ‘বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সূর্যোদয় ঘটেছে, যেখানে ছাত্রদল আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন। দেশের মানুষ ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।’

জুলাই মাসের গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে শাহবাগে এই সমাবেশের আয়োজন করে ছাত্রদল। দুপুর ১২টার পর থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা মিছিলসহকারে সেখানে জড়ো হতে শুরু করেন। পুরো এলাকা ছাত্রদলের পতাকা, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায়।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলে জানানো হয়।

এলাকার খবর

সম্পর্কিত