নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোন সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউ মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য আবাস ভূমি তৈরি করতে হবে।

গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে তাঁর দল।

বক্তব্য শেষে গুম-খুনের শিকার হওয়া পরিবারের শিশুদের নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মির্জা ফখরুল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত