জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ‘জুলাই সনদ’-এর ভিত্তিতেই আয়োজন করতে হবে এবং এই সরকারের মেয়াদেই সনদটি কার্যকর করতে হবে।

শনিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টের মধ্যে সরকার ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে— এমন উদ্যোগকে স্বাগত জানায় এনসিপি। তবে তিনি দাবি জানান, একই সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণাও নিশ্চিত করতে হবে। তাঁর মতে, ঘোষণাপত্রটি সংবিধানের প্রস্তাবনা ও তপশিলে যুক্ত করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সব রাজনৈতিক পক্ষের স্বাক্ষরের মাধ্যমে বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এর আলোকে নির্বাচন হতে হবে। এই সরকারের সময়েই এই সনদ বাস্তবায়ন করতে হবে।

নাহিদ ইসলাম আরও জানান, জুলাই পদযাত্রায় তাঁরা গণহত্যার বিচার, কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবি তুলেছিলেন। তিনি জানান, সরকার ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের উদ্যোগ নিয়েছে এবং ঐক্যমত্য কমিশন এখনো কিছু ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।

তিনি জানান, আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের মাধ্যমে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ পাঠ করা হবে এবং এনসিপির পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। সমাবেশটি বিকেল ৪টায় শুরু হবে।

নাহিদ বলেন, “৩ আগস্ট ঐতিহাসিক একটি দিন। তাই এই দিনে আমরা সমাবেশ করছি। যদিও একই দিন এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি থাকায় কিছুটা অসুবিধা হতে পারে। এজন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি।”

অপর এক প্রশ্নে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণতা এখনো আসেনি। তবে জুলাই সনদ সেই আকাঙ্ক্ষা আংশিক পূরণ করবে। আমরা গণতান্ত্রিক সংস্কার দেখছি, তবে অর্থনৈতিক পরিবর্তন, কর্মসংস্থান বা জীবনমানের উন্নয়ন নিয়ে এখনো অনেক কিছু বাকি আছে। এনসিপি সেই কাজ এগিয়ে নিতে তৈরি হয়েছে।”

জুলাই গণঅভ্যুত্থনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি অসাধু কর্মকাণ্ডে জড়ালে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নিজ দলের ভেতরেও এ বিষয়ে সতর্ক রয়েছে এনসিপি বলেও জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং আব্দুল হান্নান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রস্তুতি

রোববারের সমাবেশ উপলক্ষ্যে শনিবার শহীদ মিনারে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শুরুতে বিকেল ৩টায় সমাবেশের সময় নির্ধারণ করা হলেও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় এনে সময় এক ঘণ্টা পেছানো হয়েছে। দলটির প্রত্যাশা, সারাদেশ থেকে প্রায় এক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন। ঢাকা ও আশপাশের জেলা থেকে অংশগ্রহণকারীদের জন্য বাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত