জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিদ হাসপাতালটিতে যান।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন।

তিনি জানান, এনসিপির আহ্বায়ক জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, ডা. শফিকুর রহমানের হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ৩টি ব্লক মেজর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিষয়:

রাজনীতি
এলাকার খবর

সম্পর্কিত