জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে তা যেন মুখ দেখাদেখি বন্ধের পর্যায়ে না পৌঁছায়। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য বজায় রাখা জরুরি।

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এ ‘বিজয় র‌্যালি’র আয়োজন করে বিএনপি।

তারেক রহমান বলেন, ভিন্নমত থাকবে, কিন্তু গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নিতে হবে। ধর্ম, মত, দর্শন যার যার হতে পারে, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। তাই জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে চলতে হবে।

তিনি জানান, ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় কী ধরনের সংস্কার ও নীতিমালা অনুসরণ করবে বিএনপি—তা ৩১ দফার রূপরেখার মাধ্যমে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। এসব বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তারেক বলেন, ফ্যাসিবাদী শাসনামলে কেউ নিরাপদ ছিল না। আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে নারী-পুরুষ, সংখ্যালঘু-সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়।

তিনি জুলাই ঘোষণাপত্র ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান।

বিষয়:

বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত