হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার বিকেলে বোমা আতঙ্কে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার সন্দেহে যাত্রীদের জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়।
বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ছাড়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ঠিক উড্ডয়নের আগে একটি অজ্ঞাত সূত্র থেকে ফোনে বোমা থাকার হুমকি দেওয়া হয়। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় চলে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, একটি অজানা নম্বর থেকে কল আসে, যেখানে দাবি করা হয় যে ফ্লাইটটিতে বোমা রয়েছে। যদিও কলসাইন যাচাই করে দেখা যায়, সেটি কাঠমান্ডুগামী ফ্লাইটের সঙ্গে মেলে না। তবুও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
তিনি আরও জানান, যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং উড়োজাহাজটি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় তল্লাশি করা হচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ যাচাই করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবুজ সংকেত পেলে ফ্লাইটটি পুনরায় ছেড়ে যাবে।
এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।