চাঁদাবাজ আখ্যা দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ঘুষি-লাথি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে মারধর করেছেন বিএনপিপন্থি একদল আইনজীবী। অভিযুক্তদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে তারা কিল-ঘুষি ও লাথি মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটে রবিবার (২৭ জুলাই) দুপুরে গুলশান থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলার শুনানি শেষে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান চার আসামির প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান চারজনেরই সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না – আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ঢাকা মহানগর) ,মো. সাকাদাউন সিয়াম – সদস্য, একই সংগঠন , সাদমান সাদাব – সদস্য, একই সংগঠন, আব্দুর রাজ্জাক রিয়াদ – কেন্দ্রীয় সদস্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ

আদালত থেকে তাদের হাজতখানায় নেওয়ার সময় আদালত ভবনের সিঁড়ি ও চত্বর এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে আইনজীবীদের একাংশ শারীরিকভাবে আক্রমণ চালান। সেই সময় আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত বিএনপিপন্থি এক আইনজীবী বলেন, এরা হলো জুলাইয়ের কলঙ্ক। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। এরা চাঁদাবাজ, এদের কোনো ক্ষমা নেই। তারেক জিয়াকে নিয়েও বিষোদগার করেছে, অথচ নিজেরা রেমিট্যান্স, তদবির ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে গুলশান এলাকায় চাঁদা দাবির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন সংগঠনের ওই চার নেতা। তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত