রাজধানী কদমতলী থানার ৫৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫। আজ শুক্রবার স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকে লক্ষ্য রেখে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-০৪ (কদমতলী, শ্যামপুর ও যাত্রাবাড়ীর একাংশ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জেন্ট অব মজিবর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ। আয়োজকদের মতে, এর মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।