রোববারও খুলছে না মাইলস্টোন, ছুটি বাড়লো আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটি আরও দুই দিন বাড়ানো হয়েছে। বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর বন্ধ থাকা এই শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা ছিল, তবে সেটি স্থগিত করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার ও সোমবার ক্লাস হবে না। প্রতিষ্ঠানটি খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সোমবার।

মাইলস্টোন স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে জানান, “প্রথমে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় আরও দুই দিন ছুটি বাড়ানো হয়েছে। রোববার ও সোমবার স্কুল বন্ধ থাকবে।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। দুর্ঘটনার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত