অবৈধভাবে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, ট্রেনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

বর্তমানে দেশের বেশ কিছু ট্রেনেই অবৈধভাবে অতিরিক্ত যাত্রী ওঠার ঘটনা ক্রমেই বাড়ছে, যার কারণে যাত্রীদের ভোগান্তি দিন দিন তীব্র হচ্ছে। ট্রেনের ভেতরে অতিরিক্ত মানুষের চাপ ও অস্বস্তির কারণে যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক যাত্রার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় এই পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করছে।

এমন একটি ঘটনার ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে দেখা যায়, ১ জুলাই দুপুর ২টার দিকে ছাড়া চট্টগ্রামবাহী চট্টলা এক্সপ্রেসে স্নিগ্ধা এসি কোচের টিকিট কেটেও ঠিকভাবে বসতে পারছেন না। তখন ওই কোচে দাঁড়ানো অবস্থায় প্রচুর যাত্রী দেখা যায়। 

সর্বশেষ রেলওয়ে নিয়ম অনুযায়ী, ট্রেনের সিটের অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। প্রতিটি আসনের বিপরীতে কেবল একজন যাত্রীই ভ্রমণ করতে পারবেন। 

অনেক যাত্রী অভিযোগ করছেন, টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে ওঠার সময় সিট না পাওয়ায় দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, যা বয়স্ক ও শিশুসহ সকলের জন্য ঝুঁকিপূর্ণ।

 সাধারণ মানুষ দাবি করছেন, অবিলম্বে ট্রেন পরিচালনায় জোরদার নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক, যাতে সবাই নিরাপদ ও আরামদায়ক যাত্রার সুযোগ পান।

এলাকার খবর

সম্পর্কিত