অক্টোবর থেকে হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের (হার্টের রিং) নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আখতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হাসপাতালের সার্ভিস চার্জের ৫ শতাংশের ভিত্তিতে স্টেন্টের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে, যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন দামে স্টেন্ট কেনার ফলে রোগীদের চিকিৎসা খরচ অনেকাংশে কমবে।’

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি কোম্পানির ১০ ধরনের হার্ট স্টেন্টের দাম ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ৩০টি কোম্পানির মোট ৩৩ কোম্পানির স্টেন্টের দাম কমানো হবে।

এর আগে ৩ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি স্মারকের মাধ্যমে স্টেন্টের মূল্য পুনঃনির্ধারণ করে দাম কমানোর সিদ্ধান্ত জানায়। বর্তমানে আমদানিকৃত স্টেন্টের খুচরা মূল্য প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয়:

স্বাস্থ্য
এলাকার খবর

সম্পর্কিত