অনানুষ্ঠানিক খাতে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থায় ট্রেড লাইসেন্স প্রদান করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘Formalize Your Business’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, অনানুষ্ঠানিক ব্যবসায়ীদের বৈধতা দিতে আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যে কেউ ব্যবসা বৈধকরণে সহায়তা চাইলে, ডিএনসিসি সব ধরনের সহযোগিতা করবে।”
প্রশাসক জানান, আগারগাঁও এলাকাকে একটি ‘মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সকল ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনা হবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম সরদার।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন অঞ্চলে থাকা খাবার বিক্রেতা, কসমেটিকস ও বিউটি পণ্য বিক্রেতা, পোশাক, ই-কমার্স এবং প্ল্যাটফর্ম-ভিত্তিক উদ্যোক্তাদের ব্যবসা বৈধকরণ ও সরকারি নিয়মনীতি সম্পর্কে সচেতন করা এবং সক্ষম করে তোলা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ট্রেড লাইসেন্স প্রক্রিয়া, আয়কর ও ভ্যাট সংক্রান্ত নিয়মাবলী এবং খাদ্য ও পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করেন।
এসএমই ফাউন্ডেশন মনে করে, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অনানুষ্ঠানিক খাতকে মূলধারায় অন্তর্ভুক্ত করে অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তুলবে।
উল্লেখ্য, এর আগেও ২১ এপ্রিল ২০২৫, ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ‘ঢাকা হাট’ চালু, ১ লাখ হকার পুনর্বাসন, অস্থায়ী হলিডে মার্কেট এবং বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপনে যৌথভাবে কাজ করতে সম্মত হয় এসএমই ফাউন্ডেশন ও ডিএনসিসি।