আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: বাসস
সংগৃহীত ছবি: বাসস

রংপুরে জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ সোমবার দুপুরে এ আদেশ দেন আদালত। 

এর আগে সকালে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন।

পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১০৯ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনালে। যেখানে আবু সাঈদকে হত্যার পূর্বাপর ঘটনা তুলে ধরেন তিনি।

গত ২৪ জুন এই মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা। এরমধ্যে গ্রেপ্তার হয়ে যে চার আসামি কারাগারে আছেন, তাঁরা হলেন- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। হত্যার বিচার চেয়ে তাঁর পরিবার গত ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়।  

কোটা সংস্কার আন্দোলনে গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দাঁড়ালে তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার জেরে উত্তাল হয়ে সারা দেশ। 

বিষয়:

মামলা হত্যা
এলাকার খবর

সম্পর্কিত