মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি জঙ্গি সংগঠন গেরাকান মিলিটান র্যাডিক্যাল বাংলাদেশ (জিআরএমবি) সিরিয়া ও বাংলাদেশে আইএস সেলগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, গোষ্ঠীটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে সদস্য নিয়োগ করত এবং সদস্যদের কাছ থেকে বার্ষিক ৫০০ রিংগিত চাঁদা নিত। সদস্যরা বাংলাদেশি শ্রমিক ও কারখানা কর্মী ছিলেন এবং শপথ গ্রহণের মাধ্যমে দলে যোগ দিতেন।
মালয়েশিয়া পুলিশ জানায়, ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত তিন দফা অভিযানে ৩৬ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে গোষ্ঠীর শীর্ষ নেতা রয়েছে। তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া ১৫ জনকে ইমিগ্রেশনে হস্তান্তর, আর বাকি ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত চলছে।
মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, দলটি দেশটিতে কোনো হামলার পরিকল্পনায় ছিল না; বরং সদস্য সংগ্রহ ও আইএস মতাদর্শ ছড়াত।