বিগ টিকিট লটারিতে ৮৩ কোটি টাকার জ্যাকপট জিতলেন প্রবাসী বাংলাদেশি

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট লটারিতে আড়াই কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি ৪৯ লাখ টাকা) জিতেছে এক প্রবাসী বাংলাদেশি। 

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, বিজয়ী বাংলাদেশির নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। আবুধাবির বাসিন্দা বেলাল এবার বিগ টিকিট র‍্যাফেলের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ অঙ্কের পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন।

২৪ জুন কেনা ০৬১০৮০ নম্বর টিকিটটি বেলালের জীবনে নিয়ে আসে এই বিশাল পুরস্কার। ড্র অনুষ্ঠানের সঞ্চালক রিচার্ড ও বুশরা ফোন করে বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি তখন সাড়া দেননি।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ীর সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে।

এর আগে গত মাসে, বিগ টিকিট সিরিজ ২৭৫-এ এমিরাতি নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল ধাহেরি ২ কোটি দিরহামের প্রথম পুরস্কার লাভ করেন। একই ড্র সিরিজে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী সাপ্তাহিক ই-ড্রতে ১ লাখ ৫০ হাজার দিরহাম পুরস্কার পান।

এলাকার খবর

সম্পর্কিত