নিষিদ্ধ চিবানো তামাক (জর্দা) নেওয়ার অভিযোগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে চারজন বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রথম দিনে একজনের কাছ থেকে ৪০ কেজি চিবানো তামাক জব্দ করা হয়। পরদিন আরও তিনজন যাত্রীর কাছ থেকে মোট ১৫৯ কেজি চিবানো তামাক উদ্ধার করা হয়, যার ফলে মোট জব্দের পরিমাণ দাঁড়ায় ১৯৯ কেজি।
কুয়েত বিমানবন্দর শুল্ক বিভাগ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং আরও সন্দেহভাজনদের শনাক্তের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্ত শুরু হয়েছে।
কুয়েতের কাস্টমস বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ পণ্যের প্রবেশ রোধে তারা সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। পাশাপাশি, সকল ভ্রমণকারীদের কুয়েতের কাস্টমস নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কুয়েতে পান, তামাক ও জর্দার মতো পণ্যের বাজারজাতকরণ এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের পণ্য আনার চেষ্টা করলে কঠোর শাস্তি হিসেবে জেল অথবা দেশের থেকে বহিষ্কারের ঝুঁকি থাকে। তবুও কিছু প্রবাসী অবৈধ চোরাচালানের মাধ্যমে এসব নিষিদ্ধ পণ্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।