আগের শক্তিতে ফিরেছে হামাস: সাবেক ইসরায়েলি জেনারেল

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাস যে সামরিক শক্তি নিয়ে ছিল, তারা আবার সেই অবস্থানে ফিরে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করলেও যে হামাস প্রায় ধ্বংস হয়েছে, ব্রিক তার মতামত নিবন্ধে উল্টো চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, হামাসের যোদ্ধার সংখ্যা এখন প্রায় ৪০ হাজার, যা যুদ্ধের আগের মতোই। অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গ থেকে হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন, “হামাস কখনোই একটি আনুষ্ঠানিক সেনাবাহিনী ছিল না। তাই তাদের সামরিক কাঠামো ধ্বংসের ধারণা বিভ্রান্তিকর। তারা এখনো গেরিলা কৌশলে আগের মতোই লড়াই করছে।”

এলাকার খবর

সম্পর্কিত