বুড়িমারী স্থলবন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি

রংপুর ব্যুরো
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলশুল্ক স্টেশনের (কাস্টমস) কর্মকর্তাদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে, শনিবার সকাল থেকে শুরু হওয়া এ শাটডাউনের ফলে স্থলবন্দরের উভয় পাশে বাংলাদেশের বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরে বহু পণ্যবাহী ট্রাক আটক ছিল। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন ছিল শত শত শ্রমিক।

এই কর্মসূচি প্রত্যাহারের পর আজ সোমবার সকাল থেকে বন্দরটিতে আবারও আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ও কর্মবিরতির ডাক দেয়। এই কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার (২৮ জুন) সকাল থেকে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

তবে কর্মবিরতি চলাকালেও বুড়িমারী স্থল অভিবাসন চৌকি (ইমিগ্রেশন চেকপোস্ট) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।

এলাকার খবর

সম্পর্কিত