ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন আদিল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আদিল চৌধুরী। সোমবার (৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বে যোগ দেন। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন আদিল চৌধুরীর নিয়োগকে ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক এখন নতুন দিগন্তে যাত্রা শুরুর প্রত্যাশা করছে এই নেতৃত্বের মাধ্যমে।

টেকসই প্রবৃদ্ধি, জবাবদিহিমূলক সংস্কৃতি এবং কর্মীদের সক্ষমতা উন্নয়নে আদিল চৌধুরীর সুদৃঢ় অবস্থান রয়েছে। তিনি কর্মদক্ষতা ও নিষ্ঠার যথাযথ মূল্যায়নের পাশাপাশি অফিসে ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার পক্ষে বরাবরই সোচ্চার।

ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-তে প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড মুনাফা অর্জন করে এবং ডিজিটাল ব্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে। ব্যাংক পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং সমস্যাগ্রস্ত সম্পদ উদ্ধার—এসব ক্ষেত্রে তার অবদান ব্যাংক এশিয়াকে ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে রূপান্তরিত করে।

আন্তর্জাতিক পরিসরেও আদিল চৌধুরী একজন প্রভাবশালী ব্যাংকার। ২০২০ সালে দেশে ফেরার আগে তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়াতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকি করেন। এছাড়া, ঢাকায় ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং স্কটিয়া ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রতিষ্ঠাতার ভূমিকায়ও ছিলেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে তার অন্যতম গৌরবময় দায়িত্ব ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ব্যবস্থাপনার তদারকি। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি বিনিয়োগ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন—যা তাকে ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে অনন্য অভিজ্ঞতা দিয়েছে।

শিক্ষাজীবনে আদিল চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন (বিশেষায়ন: ভিএলএসআই ডিজাইন)। এরপর কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া আন্তর্জাতিক আর্থিক খাতে একাধিক প্রশিক্ষণ ও পেশাদার সার্টিফিকেশন রয়েছে তার ঝুলিতে।

ব্যবস্থাপনা পর্ষদের বাইরেও তিনি অংশগ্রহণমূলক ও সহযোগিতামূলক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। স্বচ্ছতা, স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তার অঙ্গীকার অটল। এমন এক সময়ে তার এ নিয়োগ এল, যখন ন্যাশনাল ব্যাংক পিএলসি সামনে এগিয়ে যেতে চায় পুনর্গঠন ও আস্থার ভিত্তি গড়ে তুলে।

বিষয়:

ব্যাংক
এলাকার খবর

সম্পর্কিত