সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে কারা

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

১ উইকেটে ১০০ রান থেকে চোখের পলকে ৮ উইকেটে ১০৫ রান- কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ধস ছিল চোখ কপালে তোলার মতো। তাতে লঙ্কানদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে আশা জাগালেও হঠাৎ ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৭৭ রানে। একইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজরা।

সিরিজে টিকে থাকার লড়াইয়ে একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুদল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। দলে নেই তাসকিন আহমেদ ও লিটন দাস। 

ওয়ানডেতে লিটনের ব্যাটে রানখরার পথটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। বেহাল পারফরম্যান্সের জেরে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়া এ উইকেটকিপার ব্যাটসম্যান সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন।

এ নিয়ে সর্বশেষ ৮ ইনিংসের ৪ ইনিংসেই ডাক মেরেছেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান। বাকি ৪ ইনিংসে করেছেন ১৩ রান! ফলে দলে তিনি থাকবেন কিনা, এ নিয়ে শঙ্কা জেগেছিল ম্যাচের আগে। 

এলাকার খবর

সম্পর্কিত