সিরিজ জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

পাল্লেকেলের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৫ রান। টার্গেটটা এমন—যা নিয়ে দুই দলই খুশি ও অখুশি হওয়ার মাঝামাঝি জায়গায় থাকবে। কারণ, একদিকে কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও আসালাঙ্কার ফিফটিতে ৩০০-র আশপাশে যাওয়ার সম্ভাবনা জাগিয়েও শেষ দশ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের রানে লাগাম টেনেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরুটা ছিল হতাশাজনক—মাত্র ১ রানেই ফিরেন নিশান মাদুশকা। এরপরও Pathum Nissanka করেন ৩৫ রান। তবে ইনিংস ঘুরিয়ে দেন কুশল মেন্ডিস। ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংসে ১৮টি চার হাঁকান তিনি। তাঁর সঙ্গে চতুর্থ উইকেটে আসালাঙ্কার গড়া ১২৪ রানের জুটি শ্রীলঙ্কাকে ভালো ভিত দেয়। আসালাঙ্কা করেন ৫৮ রান।

তবে ৪১তম ওভারে আসালাঙ্কা ফিরে গেলে রানের গতি কমে আসে। একের পর এক উইকেট হারিয়ে শেষ ১০ ওভারে মাত্র ৫৮ রান যোগ করে লঙ্কানরা। ফলে সম্ভাব্য ৩০০ রান অতিক্রম করতে পারেনি তারা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ—উভয়েই নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম এবং শামিম হোসেন। মিরাজ ছিলেন সবচেয়ে মিতব্যয়ী—১০ ওভারে মাত্র ৪৮ রানে ২ উইকেট।

এখন টাইগারদের সামনে ২৮৬ রানের লক্ষ্য। পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে এটি কঠিন হলেও অসম্ভব নয়। তবে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ হতে পারে বড় চ্যালেঞ্জ।

সবকিছু এখন নির্ভর করছে টাইগার ব্যাটারদের ওপর। তারা কি পারবে এই রান তাড়া করে সিরিজ নিজেদের করে নিতে? উত্তরের অপেক্ষায় পুরো পাল্লেকেলে।

এলাকার খবর

সম্পর্কিত