সেই শরীয়তপুরের নতুন ডিসি তাহসিনা বেগম

শরীয়তপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ঘোষণা করে। এরপর সেই পদে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিও-২ শাখা) মিজ তাহসিনা বেগম।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে মিজ তাহসিনা বেগমকে নিয়োগ দেয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডিসি ওই নারীকেই কোলে তুলে চুম্বন করছেন। পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও ওঠে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, জেলা প্রশাসক তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং তার দাম্পত্য জীবন নষ্ট করেন। তিনি বলেন, ‘তিনি আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়ে সম্পর্ক গড়েন, পরে বিয়ের কথা অস্বীকার করে আমাকে হুমকি দিচ্ছেন।’

ভিডিও ভাইরাল হওয়ার পরই ডিসি শরীয়তপুর ত্যাগ করেন এবং পরবর্তীতে তাকে ওএসডি করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত