সাহিত্যচর্চার দুই দশক পূর্তিতে ফরিদগঞ্জ লেখক ফোরামের বর্ণাঢ্য আয়োজন

চাঁদপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহিত্যচর্চার দুই দশক পূর্তি উদযাপন করেছে স্থানীয় সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’। দুদিনব্যাপী আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, ফল উৎসব ও প্রকাশনা মোড়ক উন্মোচন।

৪ ও ৬ জুলাই আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। এরপর কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান।

তিনি বলেন, দীর্ঘ দুই দশক ধরে সাহিত্যচর্চা অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়। ফরিদগঞ্জ লেখক ফোরাম মফস্বল শহরে জ্ঞানচর্চার একটি অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তারেক রহমান তারু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব আহম্মেদ ও ওয়ালীউল্লাহ, ব্যাংকার ও সমাজসেবক হাবিবুর রহমান রুবেল, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নুরে আলম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

রোববার সকালে দ্বিতীয় দিনের কার্যক্রমে প্রয়াত উপদেষ্টা এম.এ মতিনের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি কে.এম নজরুল ইসলাম। এরপর প্রকাশিত হয় সংগঠনের সাহিত্যপত্রিকা ‘মানচিত্র’। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফাহিম হাসান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসেন।

দিন শেষে চিত্রাঙ্কন, হাঁড়িভাঙা ও নারীদের বালিশ বদল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ এবং ফল উৎসবের মধ্য দিয়ে দুই দশকের এই বর্ণাঢ্য আয়োজনের পর্দা নামে। 

এলাকার খবর

সম্পর্কিত