গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মো. আরমান নামের ওই আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১। আরমানকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গত শুক্রবার সকালে তাঁর বড় ভাই সেলিম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গাজিপুরের বাসন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলাটি র্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে গাজীপুরের চান্দানা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। চান্দনা চৌরাস্তা এলাকায় একটি অপরাধ চক্রের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করতে গেলে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তুহিনকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুরে পালের মাঠ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।