মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে বিষক্রিয়ায় চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরও একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) রাতে ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে। বিষয়টি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
নিহতরা হলেন– হরিণছড়া চা বাগানের রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। আহত অবস্থায় রবি বুনার্জী (২০) নামের একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ জানান, সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেন। তিনি বলেন, “সাধারণত এমন ট্যাংকে বিষক্রিয়ার ঝুঁকি থাকে। একজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছি।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।