কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে চারদলীয় ঐক্যজোট থেকে নির্বাচিত কর্নেল অব. এম. আনোয়ারুল আজিম স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে লাকসাম পৌরসভা মিলনায়তনে প্রয়াত এ বিএনপি নেতার শোকসভা ও দোয়া অনুষ্ঠানে লাকসামে ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সভাপতিত্বে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল আজিম স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।
শোকসভা দোয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান। বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু ও আবু বকর জাহিদের পরিচালনায় শোকসভায় কর্নেল আজিমের নানা কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মুফতি আবু ইউসুফ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, বিএনপি নেতা আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্লাবন শিল্পী গোষ্ঠী দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।