রাজশাহী নগরীর খড়খড়ি বামন শেখর এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিনারুল নামে এক যুবক ঋণের দায় ও অভাবের কারণে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া একটি চিরকুট থেকে জানা গেছে, আর্থিক সংকট ও ঋণের চাপের কারণে মিনারুল এই ঘটনা ঘটিয়েছেন। নিহতরা হলেন—মো. মিনারুল, তার স্ত্রী মোসা. মনিরা খাতুন, মেয়ে মিথিলা খাতুন (দেড় বছর) এবং ছেলে মো. মাহিম (১১)।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিনারুল স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া চিরকুটটির সত্যতা যাচাইসহ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।