শেওড়াপাড়ায় নারীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

কে আই সজল,নরসিংদী
 ছবি:
ছবি:

রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে কেয়ার স্বামী সিফাত আলী (৩০) শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়ে গেছেন।

কেয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পলশতলী ইউনিয়নের খাকচক গ্রামে। তার বাবার নাম আল মাহমুদ রফিক।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত রোমান জানান, গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সুরতহাল সম্পন্ন হবে। আত্মহত্যা নাকি হত্যা, তা এখনও নিশ্চিত নয়; ময়নাতদন্ত ও তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।

নিহতের ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, রাত ২টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার অসুস্থতার কথা জানিয়ে দ্রুত আসতে বলেন। পরে নাজমা বেগম ও তার স্বামী বাসায় গিয়ে দেখেন, সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক কেয়াকে মৃত ঘোষণা করলে সিফাত পালিয়ে যান।

তিনি আরও জানান, কেয়ার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। বড় মেয়ে ভিকারুননিসা স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। কয়েকদিন আগে কেয়া বলেছিলেন, তিনি আর সংসার করতে পারছেন না।

কেয়ার আত্মীয় মুস্তাফিজুর রহমান মুন্না অভিযোগ করেন, হীন স্বার্থ চরিতার্থের জন্য সিফাত কেয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন।

এলাকার খবর

সম্পর্কিত