‘জাপার চেয়ারম্যান দাবি করার আইনগত অধিকার জিএম কাদেরের নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জিএম কাদেরের জাতীয় পার্টির কার্যালয় দখল বা নিজেকে চেয়ারম্যান দাবি করার কোনো আইনগত অধিকার নেই। তিনি এই মন্তব্য করেছেন শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমি জাতীয় পার্টির চেয়ারম্যান। প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা ও সমর্থন নিয়ে কাউন্সিলের দিন ঘোষণা করেছি। আমাদের নির্বাচিত করেছে দলের নির্ধারিত প্রক্রিয়া।”

গত ৯ আগস্ট জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতাদের নিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করা হয়।

দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করেছেন। তিনি বলেন, “জিএম কাদের ছাড়া অন্য কেউ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে পারবে না। চেয়ারম্যানের সম্মতিতে কাউন্সিল হবে, এটা গঠনতন্ত্রে স্পষ্ট।”

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, “জিএম কাদের এখন নিজেকে চেয়ারম্যান দাবি করতে পারবে না। তিনি দলের সদস্য হলেও আর চেয়ারম্যান নয়। যারাও মহাসচিব দাবী করছেন, তাদেরও আইনের দিক থেকে অধিকার নেই।”

এছাড়া সভায় বলা হয়, জাতীয় পার্টি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তবে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের আগে রাজনৈতিক ঐকমত্য ও সার্বিক পরিস্থিতি উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত