রাজশাহী মেডিকেলে বাথরুমে পড়ে করোনা রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
 ছবি:
ছবি:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের বাথরুমে পড়ে গিয়ে মনসুর রহমান (৬৫) নামের এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। অসুস্থ হয়ে গত ৯ জুন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হলে ১৬ জুন তাঁকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মনসুর রহমান ইউনিটের বাথরুমে যান। সেখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁর পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মনসুর রহমান হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে মারা যান।

এলাকার খবর

সম্পর্কিত