যশোরে নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি
 ছবি:
ছবি:

যশোরে নির্মাণাধীন ভবন ধসে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের খড়কি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন–দিনাজপুরের প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার মিজানুর রহমান মিজান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের সহকারী ঠিকাদার নুরু (৪৫)। তাঁরা নির্মাণাধীন কোম্পানি ‘বিল্ডিং ফর ফরচুন’–র হয়ে ‘ইকবাল মজ্ঞিল’ নামের ভবনটি নির্মাণ করছিলেন। তাঁরা কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

ভবনে কাজ করা ইলেকট্রিক মিস্ত্রি মুজিবুর রহমান জানান, শহরের খড়কি সার্কিট হাউজ পাড়ায় নয়তলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির ছয়তলার নির্মাণাধীন বারান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে উপস্থিত থাকা প্রকৌশলী মিজানুর রহমান, আজিজুল ও ঠিকাদার নুরু গুরুতর আহত হন।

যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁদেরকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত