কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার স্বামী এবং আরও এক নারী আত্মীয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে। নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি, তার দ্বিতীয় স্বামী রাসেল মিয়া এবং জোনাকি নামের একজন নারী।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, রোকসানা আক্তার রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে মুরাদনগরসহ আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ বলছে, গণপিটুনির প্রকৃত কারণ ও এর পেছনে কারা ছিল তা খুঁজে বের করতে তদন্ত চলছে।