বান্দরবানের চিম্বুক পাহাড়ের রাংলাই হেডম্যান পাড়ায় ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উরকান ম্রো (৭১), তাঁর কন্যা তুমলে ম্রো (১৭) এবং একই গ্রামের রওমেন ম্রো (৩৫)।
স্থানীয়রা জানান, রাংলাই পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমারে ত্রুটি ছিল। রবিবার বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতের কাজ করলেও রাতে হঠাৎ একাধিক ঘরে শর্টসার্কিট ঘটে। এই সময় ঘরের বিদ্যুৎ সুইচ বন্ধ করতে গিয়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় রওমেন ম্রোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে ঘরে ঘরে শর্টসার্কিটের ঘটনা ঘটে। সুইচ বন্ধ করতে গিয়ে একাধিক ব্যক্তি ঝুঁকিতে পড়েন। এতে একই পরিবারের দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আহত আরও একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।