পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পাঁচ যানবাহনের সংঘর্ষে আহত ১৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি
 ছবি:
ছবি:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছালে এর ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ইলিশ পরিবহন ও গোসাইরহাট এক্সপ্রেসের আরও দুটি বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পাঁচটি যানবাহনেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন অন্তত ১৫ জন যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

এলাকার খবর

সম্পর্কিত