চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাই থেকে গ্রেপ্তার

এম.কে.আই সজল, নরসিংদী
 ছবি:
ছবি:

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, গত ২০ জুলাই ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশের সহায়তায় মহসিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর বাংলাদেশ পুলিশের একটি টিম তাকে দেশে নিয়ে আসে। পরদিন ২১ জুলাই নরসিংদীর আদালতে হাজির করলে, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার হওয়া মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে।

এস এম মোস্তাইন হোসেন জানান, ২০২৩ সালের ২৩ জুন থেকে পিবিআই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। এরই মধ্যে আসামি মহসিন মিয়া পালিয়ে দুবাই চলে যান। তাকে ফিরিয়ে এনে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

এই মামলায় এখন পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার চেয়ারম্যান হারুনুর রশিদ খান নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। ৯৪ দিন চিকিৎসাধীন থাকার পর ৩১ মে তিনি মারা যান।

এলাকার খবর

সম্পর্কিত