চট্টগ্রামে সম্মিলিত পেশাজীবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি
 ছবি:
ছবি:

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রাম শাখার উদ্যোগে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাংবাদিক জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডা. খুরশীদ জামিল।

বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় পেশাজীবীদের সাহসিক ভূমিকা রাখতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএসপিপির ভূমিকা একটি ঐতিহাসিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কদির চৌধুরী বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় পেশাজীবীদের এগিয়ে আসতে হবে।

ডা. খুরশীদ জামিল বলেন, স্বাস্থ্যখাতে রাজনৈতিক হস্তক্ষেপ সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করেছে।

আইনজীবী নেতা আবদুস সাত্তার বলেন, চট্টগ্রামের আইনজীবীরা ন্যায়বিচারের পক্ষে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

সভাপতি জাহিদুল করিম কচি বলেন, এই মুহূর্তে পেশাজীবীদের ঐক্যই পারে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রেস ক্লাব, সিএমইউজে, কালের কণ্ঠ, দিনকাল, বিজনেস বাংলাদেশ, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তা প্রতিনিধি এবং সমাজকর্মী ও শিক্ষক নেতৃবৃন্দ।

বিষয়:

চট্টগ্রাম
এলাকার খবর

সম্পর্কিত