চট্টগ্রামে দৈনিক আমার দেশের আয়োজনে মাহমুদুর রহমানের মাতার মৃত্যুতে দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি
 ছবি:
ছবি:

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুরোর পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো. জাহিদুল করিম কচি, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহীদুল ইসলাম, নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, ৭১ টিভির সাইফুল ইসলাম শিল্পী, বাংলাদেশ প্রতিদিনের মজুমদার নাজিম, আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

দোয়া মাহফিলে মো. জাহিদুল করিম কচি বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে জাতি এক বরেণ্য শিক্ষাবিদকে হারাল। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের সবসময় সহযোগিতা করতেন। তাঁর জ্ঞান, সাহসিকতা ও মানবিক গুণাবলির মাধ্যমে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন ড. মাহমুদুর রহমানের মা এবং দেশের শিক্ষা ও সাংবাদিক সমাজে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি শুধু আমার দেশের নয়, বরং সাংবাদিক সমাজের অনেকের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয় এবং দৈনিক আমার দেশ পরিবারের পক্ষ থেকে উপস্থিতদের জন্য ভোজের আয়োজন করা হয়।

বিষয়:

চট্টগ্রাম
এলাকার খবর

সম্পর্কিত