চট্টগ্রামে দুইজনের দেহে জিকা ভাইরাসের উপস্থিতি, স্বাস্থ্য বিভাগে সতর্কতা

চট্টগ্রাম ব্যুরো
 ছবি:
ছবি:

চট্টগ্রামে এক নারী ও এক পুরুষের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষা করে এ তথ্য জানা যায়। আক্রান্ত দুইজনেরই বয়স ৪২ বছর।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্ত পুরুষের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, শরীর ব্যথা এবং লালচে র‍্যাশ। অপরদিকে, নারী আক্রান্তের জ্বর ছাড়াও রয়েছে হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার উপসর্গ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, এপিক ডায়াগনস্টিক সেন্টারে দুজন রোগীর শরীরে জিকা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তবে এটি একটি কম্বাইন কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। তাই বিষয়টি নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন।

তিনি আরও জানান, বিষয়টি আইইডিসিআর, সিডিসি-স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যে বিস্তারিত পরীক্ষা ও নির্ভরযোগ্য রিপোর্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

চূড়ান্ত পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে আক্রান্তরা আসলেই জিকা ভাইরাসে সংক্রমিত কি না।

এলাকার খবর

সম্পর্কিত