চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি এলাকায়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সুজন বড়ুয়া পাহাড়ি সংগঠন ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য। তাদের কাছে তথ্য ছিল ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়া চট্টগ্রামের বায়েজিদে অবস্থান করছেন। দুইদিন আগে সে চট্টগ্রাম এসেছে। এই তথ্যের ভিত্তিতে তারা কালকে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছে ইউনিফর্ম পড়া অবস্থায় অস্ত্রসহ ছবি পাওয়া গেছে। তাতেই বোঝা যায় যে সে একজন ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য।

তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত