গবেষণা ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এবং বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।
তিনি বলেন, একটি দেশ এগিয়ে যায় গবেষণার মাধ্যমে। আমাদের দেশে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর কার্যকর সমাধানে গবেষণাকে কাজে লাগাতে হবে। গবেষণার ফলাফল যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণে বাস্তবভিত্তিক ভূমিকা রাখে, সে লক্ষ্যে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
তিনি গতকাল বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং বিইপিআরসি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত "Innovation in Power Infrastructure: Advancing Clean Affordable Energy for Bangladesh’s Future" শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিম্পোজিয়ামটি দুপুর ১২টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, অতিরিক্ত সচিব ও বিইপিআরসি সদস্য ড. মো. রফিকুল ইসলাম, এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ইইই বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিইপিআরসি’র পরিচালক (ইনোভেশন) ড. হাসান মাহমুদ।
সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এবং সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. রাশেদ মো. মুরাদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি এখন সময়োপযোগী ও অপরিহার্য। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব ও ন্যায়সঙ্গত উন্নয়নের মূল ভিত্তি হয়ে উঠেছে। বাংলাদেশে এর প্রসারের জন্য প্রয়োজন নীতি-স্বচ্ছতা, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা বাস্তবায়নের পরিকল্পনা।
তিনি আরও বলেন, জ্বালানি খাতে সাশ্রয়ী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
সিম্পোজিয়ামে শিক্ষার্থী, গবেষক, শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।