খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪

খাগড়াছড়ি প্রতিনিধি
 ছবি:
ছবি:

খাগড়াছড়ি সদর উপজেলায় এক ১৪ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পরদিন আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। অভিযুক্ত অন্য দুই ব্যক্তি—সোহেল ইসলাম (২৩) ও মুনির ইসলাম (২৯)—পলাতক রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশগ্রহণ শেষে রাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। গভীর রাতে ছয় যুবক ঘরে ঢুকে তার আত্মীয়দের বেঁধে রেখে তাকে ধর্ষণ করে।

পরিবার সূত্রে জানা যায়, সামাজিক লজ্জা ও ভয়ের কারণে মেয়েটি প্রথমে কিছু জানায়নি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ১২ জুলাই সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে জ্ঞান ফিরে আসার পর পরিবারকে ঘটনার বিস্তারিত জানায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, ভুক্তভোগীর অবস্থা সংকটাপন্ন এবং মানসিকভাবে সে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে।  

এলাকার খবর

সম্পর্কিত