কৃষকদলের কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান, ১০ কলেজছাত্র সাময়িক বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি
 ছবি:
ছবি:

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষকদলের আয়োজনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ মাঠে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কয়েকজন কলেজছাত্র ‘জয় বাংলা’ স্লোগান দেয়, যা নিয়ে উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ১০ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

কলেজ প্রশাসন জানায়, এখানে কোনো রাজনৈতিক সংগঠন নেই এবং রাজনৈতিক কর্মকাণ্ডও করা হয় না। বিএনপির বৃক্ষরোপন কর্মসূচির জন্য তারা কলেজ মাঠ বেছে নেয়, কারণ এইদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল। কর্মসূচির সময় কয়েকজন ছাত্র আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়, যা পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তোলে। কলেজ কর্তৃপক্ষ মানবিক বিভাগের ওই ১০ শিক্ষার্থীকে আপাতত ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কার করে।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, কলেজে রাজনীতির কোন স্থান নেই, সেক্ষেত্রে ছাত্রদের রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত নয়। ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের আগামী শনিবার অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কর্মসূচিতে বিএনপির লোকজনের বাইরে কয়েকজন বখাটে যুবক জোরপূর্বক কলেজে প্রবেশ করে। তারা মানবিক বিভাগের মেয়ে শিক্ষার্থীদের আপত্তিকর মন্তব্য করলে, প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি সমর্থকরা ও ওই যুবকরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরিস্থিতি শেষে কলেজের অধ্যক্ষ নিয়ন্ত্রণে আনে।

এলাকার খবর

সম্পর্কিত