গোপালগঞ্জ জেলার শতাধিক মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শতভাগ পাসের হার ও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটিকে জেলার শীর্ষে স্থান করে দিয়েছে।
ফলাফল অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সবাই কৃতকার্য হয়েছে, যার মধ্যে ৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে। জেলার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এ ফলাফলের ভিত্তিতেই রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবার প্রথম স্থান অধিকার করে।
এর আগে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায়ও গোপালগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেছিল প্রতিষ্ঠানটি। ধারাবাহিকভাবে দুই বছরের এই সাফল্য এখন প্রতিষ্ঠানটির সক্ষমতা ও শিক্ষার মানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানিয়া খান এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করা। এই ফলাফল আমাদের সেই পথচলায় অনুপ্রেরণা যোগাবে।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ কৌশিক বিশ্বাস বলেন, দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এই অর্জন আমাদের একটি বড় ধাপ এগিয়ে দিল। সামনে আরও ভালো করার প্রত্যাশা করছি।
২০১৪ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার চন্দ্রদিঘলিয়ায় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই গ্রামীণ নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পাঠদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া সারা বছর নানা ধরনের বৃত্তি, সাংস্কৃতিক কার্যক্রম, বিজ্ঞানমেলা এবং শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়েও অসাধারণ কৃতিত্ব দেখাবে।