মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেছেন, ভুয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে মূলধারার সাংবাদিকরা আজ হেনস্তার শিকার হচ্ছেন। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই সাংবাদিকতায় গুণগত মান প্রতিষ্ঠিত হবে এবং সমাজ থেকে অপসাংবাদিকতা দূর হবে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় ডেমরার হাজীনগরের সুলতান ফুড ল্যান্ড রেস্টুরেন্টে বৃহত্তর ডেমরা সাংবাদিক ফোরামের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবু সালেহ আকন আরও বলেন, “দেশজুড়ে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়নে একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। দলকানা সাংবাদিকতার কারণে যাদের দেবতার মতো মনে করা হতো, আজ তারা কেউ কারাগারে, কেউবা পালিয়ে বেড়াচ্ছেন। সাংবাদিকতা করতে হলে দেশ ও জনগণের স্বার্থে করতে হবে, নিজেরা হতে হবে স্বচ্ছ চিন্তার মানুষ। অপসাংবাদিকতা রোধে আমাদেরই প্রস্তুত হতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, নির্দিষ্ট দলের হয়ে কাজ করার কারণে এমনকি জাতীয় মসজিদের ইমামকেও পালিয়ে যেতে হয়েছে। তাই সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেদাভেদ ভুলে অপসাংবাদিকতা রুখতে হবে। ভুয়া সাংবাদিকদের প্রতিরোধ করা গেলে মূলধারার সাংবাদিকতা সুরক্ষিত হবে। দলকানা ও নতজানু সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অন্যথায় ভবিষ্যতেও সংকটে পড়তে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মো. আলম হোসেন। সঞ্চালনায় ছিলেন এশিয়া টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ গাজী।

প্রধান অতিথি ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের মাহবুব মনি, বিজয় টিভির শরিফ হোসেন লিটন, গাজী টিভির আশিকুর রহমান হান্নান, আমার দেশ প্রতিনিধি হারুনর রশীদ, চ্যানেল আইয়ের এস এ লিংকন, এটিএন নিউজের হাসান মজুমদার বাবলু, ইন্ডিপেন্ডেন্ট টিভির নাহিদ কামাল, প্রতিদিনের বশির আহমেদ, আমাদের সময়ের মিজানুর রহমান, জনকণ্ঠের আসাদুল্লাহ আসাদ, গ্লোবাল টিভির মনিরুল ইসলামসহ বৃহত্তর ডেমরা অঞ্চলের সাংবাদিকরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত