পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বলছেন তামান্না ভাটিয়া

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

সময়টা ২০২০ সাল। হঠাৎ করেই শোনা যায়—পাকিস্তানি ক্রিকেট তারকা আব্দুর রাজ্জাককে বিয়ে করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া! তবে তা যে স্রেফ গুঞ্জন, সেই বিষয়ে তখন তিনি জানালেও রহস্য কাটেনি। ফলে এখনও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এবার বিষয়টি নিয়ে কোনো রাখঢাক না রেখেই কথা বললেন অভিনেত্রী।

২০১৭ সালে দুবাইয়ে একটি গয়নার দোকান উদ্বোধনের সময় তামান্না ভাটিয়া ও আব্দুর রাজ্জাককে একসঙ্গে দেখা যায়। পরবর্তী সময়ে সেই ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে, এই দুই তারকার বিয়ের গুঞ্জন জোরালো হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্জাকের সঙ্গে দেখা হওয়ার ওই ঘটনা স্মরণ করে খানিকটা রসিকতা করেই তামান্না বলেন, ‌‘মাজাক মাজাক মে আব্দুল রাজ্জাক!’ এরপর তিনি যোগ করেন, ‘ইন্টারনেট এক মজার জায়গা। ইন্টারনেট অনুসারে, আমি আব্দুল রাজ্জাককে কয়েকদিনের জন্য বিয়ে করেছি! দুঃখিত স্যার। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর ছিল।’

আমেরিকায় উষ্ণ ফ্রেমে শাকিব-বুবলী, বরফ বুঝি এবার গলল!আমেরিকায় উষ্ণ ফ্রেমে শাকিব-বুবলী, বরফ বুঝি এবার গলল!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শুধু রাজ্জাকই নন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল এই অভিনেত্রীর। সেই গুঞ্জনের জবাবে তামান্নার ভাষ্য, ‘মাত্র একবারই আমার তাঁর (বিরাট) সঙ্গে দেখা হয়েছিল। এরপর আর কখনো বিরাটের সঙ্গে দেখা হয়নি।’

এমন সব গুঞ্জনে মিডিয়ার প্রতি বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘এটা খুবই বিব্রতকর, যখন মিডিয়া আপনাকে এমন কারও সঙ্গে জড়িয়ে দেয়, যার সঙ্গে আদতে আপনার কোনো সম্পর্কই নেই।’

প্রসঙ্গত, সবশেষ ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে দর্শক মাতিয়েছেন তামান্না ভাটিয়া। বছর ঘুরতে চললেও, সেই গানে অভিনেত্রীর নাচ এখনও ভক্তদের আলোচনায়।

বিষয়:

বিনোদন
এলাকার খবর

সম্পর্কিত