ঢালিউড সুপারস্টার শাকিব খানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়—তিনি একজন বাবা। বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। নিউইয়র্ক, নায়াগ্রা জলপ্রপাত ঘুরে জয়ের জন্য সেই সফর হয়ে উঠেছিল স্মৃতিময় এক অভিজ্ঞতা। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সেই সফর শেষে শাকিব বলেছিলেন, ‘আমি চাই, আব্রামের মনে থাকুক কিছু দারুণ স্মৃতি।’
এবার ঠিক তেমনই একটি সুযোগ আসছে তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য। জুলাইয়ের শেষ সপ্তাহে বীরের মা শবনম বুবলী যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, ছেলে বীরকে নিয়ে। সফরের উদ্দেশ্য—ছেলের জন্মসংক্রান্ত কিছু সরকারি কাগজপত্র হালনাগাদ এবং পারিবারিক কিছু কাজ। তিন মাস থাকবেন সেখানে।
ইতিমধ্যেই নিউইয়র্কে অবস্থান করছেন শাকিব খান। আগস্টের মাঝামাঝি দেশে ফেরার আগে তার হাতে থাকছে অন্তত দুই সপ্তাহ—যা তিনি কাটাতে চান একান্তভাবে ছেলের সঙ্গে।
শাকিব খান বলেন, ‘ব্যস্ততার কারণে সন্তানদের সময় দেওয়া হয় না। কিন্তু এবার সুযোগ পেয়েছি, আর এটা আমি মিস করতে চাই না। চেষ্টা করব বীরকেও এমন কিছু মুহূর্ত দিতে, যা ওর মনে গেঁথে থাকবে।’
তিনি আরও বলেন, ‘অনেকের কাছে আমি তারকা, কিন্তু আব্রাম আর শেহজাদের কাছে আমি শুধু একজন বাবা। ওরা আমার ভালোবাসা, আমার প্রেরণা। যতটুকু পারি, চেষ্টা করি ওদের জন্য সময় দিতে।’
তথ্য অনুযায়ী, বুবলী ও বীর যুক্তরাষ্ট্রে থাকবেন অক্টোবরের শেষ পর্যন্ত। আর শাকিব ফিরবেন আগস্টের মাঝামাঝি।