২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ অসাধারণ ফলাফল দেখিয়েছে। এই কলেজগুলো থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭১ জনই জিপিএ-৫ পেয়েছেন। পরীক্ষায় পাসের হার ছিল শতভাগ, আর জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.১৩%।
গত বছর, অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এই ১২টি ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল ৯৯.৬৭%, যা এবার সামান্য হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু মাত্র ভালো ফলাফল অর্জন করাই নয়, বরং ক্যাডেটদেরকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এসব কলেজের প্রধান লক্ষ্য। এজন্য শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া হয়।
ক্যাডেট কলেজ থেকে শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীরা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে—এটাই এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য। ক্যাডেট কলেজগুলোতে নিয়মিত নতুন শিক্ষাগত ও সহশিক্ষামূলক কার্যক্রম চালু করা হচ্ছে।
এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তাদের দিকনির্দেশনা, ক্যাডেটদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রম, এবং অভিভাবকদের সহযোগিতা। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজের ফলে এ ধরনের ফলাফল অর্জিত হচ্ছে।