আজ, ১৪ জুলাই, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি এবং দলের বিভিন্ন সহযোগী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। দলটি জানায়, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে এরশাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তাঁর পরিবার স্থায়ীভাবে রংপুরে বসবাস শুরু করে। ১৯৫২ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৭৮ সালে সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান।
১৯৮২ সালে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এরশাদ। টানা প্রায় নয় বছর রাষ্ট্রক্ষমতায় থাকার পর ১৯৯০ সালে গণআন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।